Tuesday, September 26, 2017

দশপ্রহরণধারিণী দুর্গা, What are the Ten Weapons of Goddess Durga

দুর্গা কেন দশভুজা? হাতের দশপ্রহরণ কী কী? 



‘জাগো দুর্গা, জাগো দশপ্রহরণধারিণী,
অভয়াশক্তি বলপ্রদায়নী তুমি জাগো...’

ছবি - লেখকের তোলা 

দুর্গা দশভুজা। দেবীর দশটি হাত।

কিন্তু এক নারীর কেন দশটি হাত?




স্বর্গোদ্ধারের জন্য দেবতারা দুর্গাকে তৈরি করেন। কিন্তু শুধু নারীমূর্তি তৈরি করলই তো হবে না, মহিষাসুরকে বধ করার জন্য অস্ত্রও চাই। তাই দেবতারা দুর্গাকে বস্ত্র ও অস্ত্র দান করেন। মহাদেব দেন ত্রিশূল, বিষ্ণু দেন চক্র, বরুণ দেন শঙ্খ, অগ্নির শক্তি, বায়ুর তির-ধনুক, ইন্দ্রর বজ্র, ঐরাবতের ঘণ্টা, সূর্য দেন রশ্মি, কালখড়গ, ক্ষিরোদ সাগর দেন অক্ষয়বস্ত্র, যমের কালদণ্ড, বরুণ দেন পাশা, ব্রহ্মা দেন অক্ষমালা ও কমণ্ডলু, বিশ্বকর্মা দেন অন্যান্য অস্ত্র, অভেদ্য কবচ, হিমালয় দেন বাহন সিংহ, কুবের দেন অমৃতের পাত্র, শেষনাগ দেন নাগহার। কিন্তু দু’হাতে এত অস্ত্র কী করে নেবেন দেবী? তাই দেবীকে দশ হাত ধারণ করতে হয়েছে।

দুর্গাকে দেবতাদের অস্ত্র দান। সৌজন্যে - গুগল ইমেজ


সাধারণভাবে এই ১০টি অস্ত্র দেখা যায় দুর্গার হাতে -
শঙ্খ - পুরাণ মতে, শঙ্খ থেকে যে শব্দ উৎপত্তি হয় তা থেকেই জীব জগতের প্রাণের সৃষ্টি। সৃষ্টির প্রতীক শঙ্খ।
চক্র -  এর অর্থ সমস্ত সৃষ্টির কেন্দ্রে দেবী দুর্গা এবং তাঁকে কেন্দ্র করেই বিশ্ব আবর্তিত হচ্ছে।
দণ্ড বা গদা - আনুগত্য, ভালবাসা এবং ভক্তির প্রতীক।
পদ্ম -  পাঁকের মধ্যে জন্মায় সুন্দর পদ্ম। মায়ের আশীর্বাদে যেন অসুরকূলও তাঁর ভিতরের অন্ধকার থেকে যে মুক্ত হয়, এই বার্তাই দেয়
 পদ্ম ফুল।
তলোয়ার - তলোয়ারের ধার যেন মানুষের বুদ্ধির ধার। সেই ধার দিয়ে যেন সমাজের সমস্ত বৈষম্য এবং নেতিবাচক দিককে মানুষ জয় করতে পারে, সেই বার্তাই দেয় দেবীর হাতের খোলা তলোয়ার।
তীর-ধনুক - শক্তির চিহ্ন।
ত্রিশূল - তমঃ, রজঃ এবং সত্য। মানুষ তিনটি গুণ বা ত্রিগুণার সমন্বয়ে তৈরি। ত্রিশূলের তিনটি ফলা এই গুণকেই নির্দেশ করে।
অশনি -  দৃঢ়তা এবং সংহতির প্রতীক।
সাপ - চেতনার নিম্ন স্তরে থেকে উচ্চ স্তরে প্রবেশের চিহ্ন সাপ।
অগ্নি - জ্ঞান এবং বিদ্যার প্রতীক।




যদিও বিষ্ণুধর্মোত্তর পুরাণে মহিষাসুরমর্দিনীর আলাদা বর্ণনাও পাওয়া যায়। চণ্ডীকা নামে উল্লিখিত সেই দুর্গার কুড়িটি হাত। ডান দিকের দশ হাতে থাকে ত্রিশূল, খক্ষ, শঙ্খ, চক্র, বাণ, শক্তি, বজ্র, অভয়, ডমরু ও ছাতা, আর বাঁদিকের দশ হাতে থাকে নাগপাশ, খেটক,পতাকা, গদা, আয়না, মুগুর,  পরশু, অঙ্কুশ, ধনুক এবং ঘণ্টা।


No comments:

Post a Comment

Popular Posts

বাংলার ঘরে ঘরে আজ শিবরাত্রি পুরাণ মতে, শিবকে পতি রূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী৷ তারপর থেকেই ...