Saturday, December 30, 2017

Railways reduces sleeping time in train by one hour

সমস্যা সমাধানে স্লিপার কোচে 

যাত্রীদের ঘুমের সময় কমাচ্ছে রেল


বাইরে দিন, বার্থে রাতের ঘুম! ছবি- সংগৃহীত 
ঘটনা-১
১২ ডিসেম্বর, ২০১৭-র 12863 হাওড়া-যশবনন্তপুর এক্সপ্রেস। কোচ এস-১০। বার্থ ১, ২, ৪।
ট্রেনে উঠেই দেখি, লোয়ার বার্থের পাশে দুই জানালা দখল করে বসে অন্য বার্থের যাত্রীরা। ১ আর ৪ - দুটো লোয়ার বার্থই আমাদের, ফলে তাঁদের সরিয়ে দিতে সমস্যা হল না। কিন্তু সমস্যা দেখা দিল একটু পরেই। রাত সাড়ে আটটায় ট্রেন ছাড়ল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে। আধ ঘণ্টা পরেই ৫ নম্বর বার্থের যাত্রী বললেন, তিনি শোবেন। তা কী করে হবে? সবে তো ট্রেন ছেড়েছে, আমরা বসব কোথায়? সম্মিলিত বাধার মুখে খুব একটা সুবিধা করতে পারলেন না তিনি।

ঘটনা-২
২২ ডিসেম্বর, ২০১৭-র 12246 যশবন্তপুর-হাওড়া সাপ্তাহিক দূরন্ত এক্সপ্রেস। কোচ এস-৭। বার্থ ৪৫, ৪৬, ৪৮। একটাও লোয়ার বার্থ না থাকায় শুরু থেকেই চাপে ছিলাম আমরা। সেই চাপ যদিও বা কাটিয়ে ওঠা গেল, চাপ বাড়ালেন পাশের খোপের এক যাত্রী। সকাল ১১টায় ছাড়ল ট্রেন, ৫ মিনিট পর থেকেই প্রচণ্ড শব্দে নাক ডাকতে লাগলেন তিনি। সাত সকালেই যেন গভীর রাত!

ঘটনাগুলো কেন বললাম?

নিরাপদ সাইড লোয়ার...। ছবি- লেখকের তোলা
আসলে, এই সমস্যা সমাধানে যাত্রীদের ঘুমের সময় থেকে এক ঘণ্টা ‘কেড়ে’ নিতে চলেছে ভারতীয় রেল। এতদিনের রেলের নিয়ম অনুযায়ী, স্লিপার কোচগুলিতে যাত্রীদের ঘুমোনোর সময় রাত ৯টা থেকে পরের দিন সকাল ৬টা। কিন্তু দেখা যায়, অনেক যাত্রীই সেই নিয়মের তোয়াক্কা করেন না। সকাল হোক বা রাত, ট্রেনে উঠেই নাক ডাকতে শুরু করেন। দুর্বিষহ হয়ে ওঠে সহযাত্রীদের যাত্রা। ঝগড়া-বিবাদ লেগেই থাকে।

ট্রেনের সংরক্ষিত কামরায় তিন ধরনের বার্থ। আপার, মিডল এবং লোয়ার। দিনের বেলায় লোয়ার বার্থের যাত্রীর সঙ্গে বাকি দুই বার্থের যাত্রীরা আসন শেয়ার করেন। রাত হলে যে যাঁর বার্থে চলে যান। কিন্তু সমস্যাটা এখানে নয়। সমস্যা তখনই হয় যখন লোয়ার বা মিডল বার্থের যাত্রী নির্দিষ্ট সময়ের আগে শুতে চান। সমস্যায় পড়তে হয় বাকি সহযাত্রীকে। রেলের নিয়ম বলছে, সকাল ৬টার পর থেকে আর ঘুমোনো যাবে না। কিন্তু এই নিয়ম শুধু কাগজে-কলমেই রয়ে গিয়েছে। তাই রেল সিদ্ধান্ত নিয়েছে, রাত ৯টা নয়, এ বার থেকে যাত্রীদের সংশ্লিষ্ট বার্থে ঘুমোতে যেতে হবে রাত ১০টায়। উঠে পড়তে হবে সকাল ৬টার মধ্যে।

কিন্তু তা না হলে?
কী হবে কেউ জানে না......!


No comments:

Post a Comment

Popular Posts

বাংলার ঘরে ঘরে আজ শিবরাত্রি পুরাণ মতে, শিবকে পতি রূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী৷ তারপর থেকেই ...