বিশাখাপত্তনমের পর পশ্চিমবঙ্গে হতে চলেছে প্রথম নৌ-সংগ্রহশালা
কলকাতায় ভারতীয় জাদুঘর তো রয়েইছে। এবার পশ্চিমবঙ্গে হতে চলেছে প্রথম নৌ-মিউজিয়াম। এ জন্য ভারতীয় নৌসেনা রাজ্যের হাতে তুলে দিতে চলেছে একটি পুরনো TU-142 বিমান। এই বিমানটি আগে নৌসেনার হয়ে নজরদারির কাজ করত। নৌবাহিনী সূত্রে খবর, খুব তাড়াতাড়ি প্রতিরক্ষামন্ত্রকের থেকে ছাড়পত্র পেয়ে ওই TU-142 aircraft রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।
TU-142 aircraft |
তৈরি হয়ে গেলে এটি হবে দেশের এমন দ্বিতীয় জাদুঘর। অন্যটি রয়েছে বিশাখাপত্তনমে। TU-142 বিমানের ককপিটে থাকবে চালকের প্রমাণ সাইজের পুতুল। দর্শকরা বিমানের যন্ত্রপাতি, বোমা, টর্পেডো, গানার কম্পার্টমেন্ট- সব ঘুরে ঘুরে দেখতে পারবেন। রাজ্য সরকারই চালাবে মিউজিয়ামটি।মিউজিয়াম তৈরি নিয়ে কথা চলছে রাজ্য সরকারের সঙ্গে, সব কিছু ঠিকঠাক চললে ৬ মাসের মধ্যে তৈরি হবে ওই মিউজিয়াম। কলকাতার মুকুটে যুক্ত হবে আরও একটি পালক।
- Subscribe: https://www.youtube.com/c/RAJATKANTIBERA
- Blog: http://rajatkb.blogspot.com
- Google Plus: https://plus.google.com/u/0/
- Linkedin: https://www.linkedin.com/in/rajatkanti-bera-275134139/
- Facebook: https://www.facebook.com/rajatkanti.bera
No comments:
Post a Comment