Friday, April 13, 2018

Balaram Hazra, The Abbasuddin Award winning Dhol Magician passes away


প্রয়াত ‘ঢোলের জাদুকর’ বলরাম হাজরা

অনুষ্ঠানে ঢোল বাজাচ্ছেন বলরাম হাজরা। সৌজন্যে - গুগল ইমেজ
আর বোল তুলবেন না বলরাম। 
তাল কেটে গেছে জীবনের। 

মঙ্গলবার দুপুর ৩টে নাগাদ আলিপুরদুয়ারের পাটকাপাড়ার বাড়িতে প্রয়াত শিল্পী বলরাম হাজরা। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ভুগছিলেন ক্যান্সারে। 

পরিচিত ছিলেন ঢোলের জাদুকর হিসেবে। হাত কাঠির সঙ্গতে কথা বলত বলরামের ঢোল। সব কথা থেমে গেছে মঙ্গলবার। 

জন্ম বাংলাদেশের রংপুরে। 
১৯৫০ সালে বাবা-মার হাত ধরে চলে আসেন আলিপুরদুয়ারে।  
ছোটো থেকেই ঢোল বাজানো শুরু। ধীরে ধীরে হয়ে ওঠেন ঢোলের জাদুকর। 
শরীরের বিভিন্ন অংশ দিয়েই বোল তুলতে পারতেন তিনি

জীবনে পেয়েছেন বহু পুরস্কার। 
লোক শিল্পে অসামান্য অবদানের জন্য ২০০৮ সালে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পান আব্বাস উদ্দিন সাহেব পুরস্কার। ২০১৭ সালে তাঁর হাতে 'বঙ্গরত্ন' পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জীবনজুড়ে যাঁর বোলের জাদু, তাঁরই শেষ জীবনে চরম দারিদ্র। তা সত্বেও নতুনদের তালিম দিতে বাড়িতে তৈরি করেছিলেন গুরুকুল। শিষ্যদের কাঁদিয়ে চলে গেলেন গুরু। অমর হলেন ঢোলের জাদুকর





No comments:

Post a Comment

Popular Posts

বাংলার ঘরে ঘরে আজ শিবরাত্রি পুরাণ মতে, শিবকে পতি রূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী৷ তারপর থেকেই ...