Saturday, October 26, 2019

Goddess Kali. Kali Puja Timings 2019.

দিকে দিকে শক্তি আরাধনার সাড়ম্বর আয়োজন

শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ

কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷

Kali, also known as Kālikā or Shyama, is a Hindu goddess. One of the ten Mahavidyas, a list which combines Sakta and Buddhist goddesses. worshipped by Hindus throughout India specially in West Bengal. Picture taken by - Rajatkanti Bera
অসুখ বিনাশিনী। ছবি - লেখকের তোলা

১৪২৬ সালের কালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে -
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।
সময়: দুপুর ১২/২৩ মিনিট থেকে।

অমাবস্যার নিশিপালন:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।

মধ্যরাত্রৌ শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীকালীপূজা:
নিশীথরাত্রি ১০টা ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৪ মিনিটের মধ্যে।

অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২৮/১০/২০১৯।
সময়: সকাল ০৯টা ০৯ মিনিট পর্যন্ত।

অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২৮/১০/২০১৯।

Kali, also known as Kālikā or Shyama, is a Hindu goddess. One of the ten Mahavidyas, a list which combines Sakta and Buddhist goddesses. worshipped by Hindus throughout India specially in West Bengal. Picture taken by - Rajatkanti Bera
ছবি - লেখকের তোলা
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে -
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।
সময়: বেলা ১১টা ৪৪ মিনিট থেকে।

অমাবস্যার নিশিপালন:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।

মধ্যরাত্রৌ শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীকালীপূজা:
নিশীথরাত্রি: রাত্রি ১০টা ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৪ মিনিট মধ্যে।

অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২৮/১০/২০১৯।
সময়: সকাল ০৯টা ৩৭ মিনিট পর্যন্ত।

অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার
ইং তারিখ: ২৮/১০/২০১৯।


  • Subscribe: https://www.youtube.com/RAJATkanti BERA
  • Blog: http://rajatkb.blogspot.com
  • Instagram: https://www.instagram.com/berarajatkanti
  • Twitter: https://twitter.com/berarajatkanti
  • Facebook: https://www.facebook.com/rajatkanti.bera
  • Linkedin: https://www.linkedin.com/in/rajatkanti-bera-275134139/

© All rights of this article and this BLOG reserved for RAJATkanti BERA. Unauthorized use or reproduction of any cause is strictly prohibited.



No comments:

Post a Comment

Popular Posts

বাংলার ঘরে ঘরে আজ শিবরাত্রি পুরাণ মতে, শিবকে পতি রূপে পাওয়ার জন্য রাত জেগে উপবাস করে শিবের আরাধনা করেছিলেন দেবী পার্বতী৷ তারপর থেকেই ...