দিকে দিকে শক্তি আরাধনার সাড়ম্বর আয়োজন
শারদোত্সবের পর ফের উত্সবের আমেজ
কার্তিক মাসের অমাবস্যা তিথির গভীর রাতে যোগিনী পরিবৃতা হয়ে আবির্ভূতা হন মা কালী৷ জগতে কল্যাণ এবং শান্তি স্থাপনের জন্য ভক্তরা দেবীর আরাধনা করেন৷ তিনি অসুখ বিনাশিনী৷ মহা শক্তিধর শুম্ভ-নিশুম্ভের হাত থেকে ত্রিলোককে রক্ষা করতেই দেবীর সৃষ্টি৷ নরমুণ্ডই দেবীর অলঙ্কার৷ যুদ্ধে পরাজিত সেনাপতিদের মুণ্ডের মালা মা কালীর কণ্ঠের শোভা৷ বলা হয়, পঞ্চাশটি মুণ্ডের এই মালা আসলে জ্ঞানের প্রতীক৷ যে সেনাপতি তাঁর চুল ধরে অপমান করেছিল, তাঁর মুণ্ড দেবী হাতে ধরে থাকেন৷ মৃত সেনাপতিদের হাতের পাতা দেবী কোমরে ধারণ করেন৷ শাস্ত্রমতে এই করতলও জ্ঞানের প্রতীক৷ ভুল করে স্বামী মহাদেবের গায়ে পা তুলে ফেলায় লজ্জিতা রণে উন্মত্ত দেবী৷
অসুখ বিনাশিনী। ছবি - লেখকের তোলা |
১৪২৬ সালের কালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে -অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।
সময়: দুপুর ১২/২৩ মিনিট থেকে।
অমাবস্যার নিশিপালন:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।
মধ্যরাত্রৌ শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীকালীপূজা:
নিশীথরাত্রি ১০টা ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৪ মিনিটের মধ্যে।
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২৮/১০/২০১৯।
সময়: সকাল ০৯টা ০৯ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২৮/১০/২০১৯।
ছবি - লেখকের তোলা |
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।
সময়: বেলা ১১টা ৪৪ মিনিট থেকে।
অমাবস্যার নিশিপালন:
বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।
ইং তারিখ: ২৭/১০/২০১৯।
মধ্যরাত্রৌ শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীকালীপূজা:
নিশীথরাত্রি: রাত্রি ১০টা ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৪ মিনিট মধ্যে।
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।
ইং তারিখ: ২৮/১০/২০১৯।
সময়: সকাল ০৯টা ৩৭ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার
ইং তারিখ: ২৮/১০/২০১৯।
- Subscribe: https://www.youtube.com/RAJATkanti BERA
- Blog: http://rajatkb.blogspot.com
- Instagram: https://www.instagram.com/berarajatkanti
- Twitter: https://twitter.com/berarajatkanti
- Facebook: https://www.facebook.com/rajatkanti.bera
- Linkedin: https://www.linkedin.com/in/rajatkanti-bera-275134139/
© All rights of this article and this BLOG reserved for RAJATkanti BERA. Unauthorized use or reproduction of any cause is strictly prohibited.
No comments:
Post a Comment